You have reached your daily news limit

Please log in to continue


নতুন ক্লাবে যোগ দিতে উন্মুখ এমবাপে

নতুন ঠিকানার প্রশ্নে এখনও কিলিয়ান এমবাপের মুখে কুলুপ। তবে ফরাসি তারকার রেয়াল মাদ্রিদে যাওয়া বলা যায় একরকম নিশ্চিত। নতুন ক্লাবে যোগ দিতে, প্রথমবার নিজ দেশের বাইরের লিগে খেলতে তর সইছে না তার। লক্ষ্য একটাই- আরও অনেক ট্রফি জয়।

ফরাসি কাপের ফাইনাল দিয়ে গত শনিবার পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেন এমবাপে। ২০১৭ সালে আরেক ফরাসি ক্লাব মোনাকো থেকে ধারে পিএসজিতে যোগ দেন তিনি। পরে তাকে পাকাপাকিভাবে কিনে নেয় প্যারিসের দলটি। গোলের পর গোল করে হয়ে ওঠেন দলটির রেকর্ড গোলস্কোরার।

মঙ্গলবারের গ্লোব সকার অ্যাওয়ার্ডসে ইউরোপিয়ান সংস্করণে বর্ষসেরা ইউরোপিয়ান খেলোয়াড় নির্বাচিত হওয়া এমবাপে সিএনএন স্পোর্টকে বলেন, ভিন্ন দেশের লিগে খেলার চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন