যেখানে পুরুষ ছাড়া নারীদের কোথাও যেতে মানা
আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর থেকে নারীদের ওপর শুধু ‘না’ আর ‘না’ আরোপ করা হয়েছে। এতটাই যে তাঁরা একা দূরে কোথাও যেতে পারবেন না। একা উড়োজাহাজে চড়তে পারবেন না। এমনকি সরকারি কোনো দপ্তরেও যেতে পারবেন না, যদি না সঙ্গে কোনো পুরুষ থাকে।
নারীদের কেউ একা বাইরে যেতে চাইলে তাঁকে স্বামী কিংবা ভাই, কিংবা চাচা, কিংবা বাবাকে সঙ্গে নিয়ে যেতে হবে। একে বলা হচ্ছে ‘মাহরাম’। যাঁর অর্থ পুরুষ সঙ্গী। যাঁর সামনে ওই নারীর হিজাব পরা বাধ্যতামূলক নয়। এবং যাঁকে তাঁর অভিভাবক বা রক্ষাকারী হিসেবে মনে করা হয়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নারী
- নিষেধাজ্ঞা
- চলাফেরা