বিএনপির সাজাপ্রাপ্ত নেতা-কর্মীদের বেশির ভাগ এখনো আত্মগোপনে
প্রথম আলো
প্রকাশিত: ৩০ মে ২০২৪, ১৩:৫০
৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকার বিভিন্ন আদালতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় ১ হাজার ৮০০ নেতা-কর্মীর কারাদণ্ড হয়। তাঁদের মধ্যে কেন্দ্রীয় নেতা রয়েছেন অন্তত ৩১ জন। তাঁদের অনেকে গ্রেপ্তার হয়েছেন। পরে জামিনে মুক্তি পেয়েছেন। তবে সাজাপ্রাপ্তদের বড় অংশ এখনো আত্মগোপনে রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নির্বাচনের পর পুলিশের ধরপাকড় কমে আসায় সাজা হওয়া নেতা–কর্মীদের অনেকে আদালতে আত্মসমর্পণ করতে শুরু করেছেন। ২১ মে পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, আত্মসমর্পণকারী নেতা-কর্মীর সংখ্যা প্রায় ২৫০। তাঁদের মধ্যে জামিনে মুক্ত হয়েছেন ২০০ জনের মতো।