সিলেটে বিপৎসীমার ওপরে ৫ নদী, বন্যার শঙ্কা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ৩০ মে ২০২৪, ০৮:৫০
সিলেটে বৃষ্টিপাত কিছুটা কমলেও পাহাড়ি ঢলের কারণে নদ-নদীতে পানি বৃদ্ধির মাত্রা অব্যাহত রয়েছে। নতুন করে পানিতে তলিয়ে যাচ্ছে জৈন্তাপুর, কানাঘাট, কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকা। তলিয়ে গেছে গ্রামীণ রাস্তাঘাট ও বাড়িঘর।
বুধবার (২৯ মে) সন্ধ্যা ৬টায় বিপৎসীমা ছাড়িয়ে যায় পাঁচটি নদীর পানি। এর আগে দুপুর ১২টা পর্যন্ত তিনটি নদীর পানি ছিল বিপৎসীমার ওপরে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।