খুন করে লাশ ফেলে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিলেও পরে ধরা
প্রথম আলো
প্রকাশিত: ২৯ মে ২০২৪, ১৫:১৭
দ্বীন ইসলাম (৩০) নিজেকে রাজধানীর একটি সরকারি হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীর পরিচয় দিতেন। এই পরিচয়ের আড়ালে তিনি তাঁর সহযোগীদের নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে আসছিলেন। এ কাজ করতে গিয়ে তাঁরা এক অটোরিকশাচালককে খুন করেছেন।
খুন হওয়া ব্যক্তির নাম মো. নয়ন (২০)। তাঁকে হত্যার পর লাশ গুম করা হয়। তাঁর চালানো অটোরিকশাটি ছিনিয়ে নেয় চক্রটি। ঘটনার দিন ১৪ মে যাত্রাবাড়ীর ধলপুরে নিরাপত্তাচৌকিতে ছিনতাই করা অটোরিকশার কাঠের কাঠামো ও হুড নিয়ে দ্বীন ইসলামসহ দুজন পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন। কিন্তু তাঁরা তখন রেহাই পেয়ে যান। তবে দ্বীন ইসলামদের শেষ রক্ষা হয়নি। তিনিসহ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।