![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-05%252Fbc6f306e-28a1-4b1f-9278-7e1d5038c5f2%252FUS.webp%3Frect%3D0%252C0%252C640%252C427%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.8)
যুক্তরাষ্ট্রে টর্নেডোতে প্রাণহানি বেড়ে ২৩, বিদ্যুৎবিচ্ছিন্ন ৩ লাখ বাসিন্দা
প্রথম আলো
প্রকাশিত: ২৮ মে ২০২৪, ১৫:৫৯
যুক্তরাষ্ট্রের সাত অঙ্গরাজ্যে টর্নেডো, বজ্রপাতসহ ঝড়বৃষ্টিতে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৩-এ দাঁড়িয়েছে। সাত অঙ্গরাজ্যের প্রায় তিন লাখ বাসিন্দা বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় আছেন। গতকাল সোমবার রাত নাগাদ এমন তথ্য পাওয়া গেছে।
আবহাওয়াবিদেরা বলেছেন, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতেও বজ্রঝড়ের আশঙ্কা করা হচ্ছে। এমনকি বন্যাও হতে পারে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- যুক্তরাষ্ট্র
- টর্নেডো
- প্রাণহানি