![](https://media.priyo.com/img/500x/https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2024/05/26/12-01.jpg?itok=aY_PW2o8×tamp=1716728747)
২০২৪-২৫ অর্থবছরে ঋণ পরিশোধে বরাদ্দ বাড়বে ৫৩ শতাংশ
ডেইলি স্টার
প্রকাশিত: ২৬ মে ২০২৪, ১৯:২৩
আগামী অর্থবছরের বৈদেশিক ঋণ পরিশোধের জন্য সরকারের বাজেট বরাদ্দ ৫৭ হাজার কোটি টাকায় পৌঁছতে পারে, যা চলতি অর্থবছরের তুলনায় ৫৩ শতাংশ বেশি। এর ফলে দেশের কমতে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর আরও চাপ বাড়বে।
সাম্প্রতিক বছরগুলোতে নেওয়া বিদেশি ঋণের পরিমাণ বেড়ে যাওয়ায় এর সুদ পরিশোধ এবং মার্কিন ডলারের বিপরীতে টাকার দাম কমে যাওয়ায় সরকার ঋণ পরিশোধে বরাদ্দ বাড়াতে বাধ্য হচ্ছে।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি অর্থবছরে বৈদেশিক ঋণ পরিশোধের জন্য বরাদ্দ রয়েছে ৩৭ হাজার ৭৬ কোটি টাকা।