![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2024May/umpire-saikat-14-20240526121246.jpg)
আম্পায়ারদের নির্বাচনে ‘উকিলের’ কাছে হারলেন সৈকত
আম্পায়ারিংয়ে বাংলাদেশের গর্ব শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। অস্ট্রেলিয়ায় নিরপেক্ষ আম্পায়ার হিসেবে টেস্ট ম্যাচ পরিচালনা করেছেন। গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও একাধিক ম্যাচে ছিলেন অন-ফিল্ড আম্পায়ার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করতে গতকাল (শনিবার) সন্ধ্যায় দেশ ছেড়েছেন সৈকত। আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার গতকালই বাংলাদেশ আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হেরেছেন।
সৈকতের এই পরাজয়ে যারপরনাই ব্যথিত ও লজ্জিত আইসিসি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। তিনি প্রতিক্রিয়ায় জানান, ‘সৈকত সারা বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছে আর আমরা সৈকতকে সম্মান জানাতে পারলাম না। এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না।’ কেবল এলিট আম্পায়ার সৈকতই নন, যুগ্ম সম্পাদক পদে প্রার্থী হওয়া আইসিসির আরও দুই আম্পায়ার গাজী সোহেল ও তানভীর আহমেদও পরাজিত হয়েছেন। মুকুল সংগঠনের সদস্য না হওয়ায় নির্বাচনে প্রার্থীতা বা ভোটে অংশগ্রহণ করেননি।