কান উৎসবে স্বর্ণপাম জিতল যুক্তরাষ্ট্রের ‘আনোরা’
শেষ হলো কান উৎসবের এবারের আসর। উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতল যুক্তরাষ্ট্রের শন বেকার পরিচালিত সিনেমা ‘আনোরা’। নির্মাতার হাতে পুরস্কার তুলে দেন মার্কিন পরিচালক জর্জ লুকাস। এর আগে তাঁর হাতে সম্মানসূচক স্বর্ণপাম তুলে দেন আরেক কিংবদন্তি নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলা।
শন বেকার পুরস্কারটি উৎসর্গ করেছেন, ‘সব যৌনকর্মীকে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ’। পুরস্কার জয়ের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় শন বেকার বলেন, ‘আজ রাতে কী হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না!’
স্বর্ণপাম জেতা ‘আনোরা’ সিনেমাটি নিয়ে এবার তেমন আলোচনা ছিল না। পুরস্কারের সম্ভাবনা নিয়ে সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনেও জায়গা পায়নি সিনেমাটি। কিন্তু ফ্রান্সিস ফোর্ড কপোলা, আলী আব্বাসি, জ্যাক অদিয়াঁর, ক্রোনেনবার্গ, জিয়া জ্যাং-কির মতো নির্মাতাদের টপকে শেষ পর্যন্ত স্বর্ণপাম জিতল শন বেকারের সিনেমাটি। কমেডি-ড্রামা ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন মাইকি ম্যাডিসন। এক যৌনকর্মীর জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।
- ট্যাগ:
- বিনোদন
- কান চলচ্চিত্র উৎসব
- স্বর্ণ পাম