You have reached your daily news limit

Please log in to continue


আরতেতা থেকে আলোনসো: ইউরোপে বাস্ক–ফুটবলের সুবাস ছড়াচ্ছেন যাঁরা

ইউরোপের সবচেয়ে প্রাচীন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অন্যতম বাস্ক। স্বাধীনতার জন্য তাদের লড়াইয়ের ইতিহাসও বেশ দীর্ঘ। ‘ইউস্কেরা’ নামে তাদের ভাষাটিও প্রাচীন। এতই প্রাচীন যে এই ভাষার উৎপত্তিও অজানা। এমনকি ইউস্কেরার কাছাকাছি বা সাদৃশ্যপূর্ণ কোনো ভাষারও নাকি কোনো অস্তিত্ব নেই!

বাস্ক অঞ্চলের লোকেরা নাকি দৈত্যদানবের সঙ্গে বন্ধুত্ব করতেও বেশ পছন্দ করে। বাস্কদের একটি অংশের বসবাস ফ্রান্সের অংশে, অন্যটি স্পেনে। লড়াকু এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ধারায় বয়ে চলা বাস্কদের ফুটবলীয় সাফল্য সামান্যই। ইউরোপিয়ান ফুটবল দূর অস্ত স্প্যানিশ ফুটবলেও বাস্ক ক্লাবগুলো কখনো সেভাবে দাপট দেখাতে পারেনি। আলাভেস, অ্যাথলেটিক বিলবাও, ওসাসুনা, রিয়াল সোসিয়েদাদের মতো ক্লাবগুলো বছরের পর বছর শুধুই খেলেই গেছে, সাফল্য ধরা দিয়েছে কদাচিৎ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন