চীনের বৈদেশিক বাণিজ্যে আধিপত্য হারিয়েছে ডলার
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৫ মে ২০২৪, ১১:৫৭
ডি-ডলারাইজেশন প্রক্রিয়া জোরেশোরেই এগিয়ে নিচ্ছে চীন। অন্তত তথ্য-উপাত্ত তাই বলছে। ২০১০ সাল পর্যন্তও চীনের আন্তসীমান্ত বাণিজ্যের বেশির ভাগই ডলারে হলেও ২০২৩ সালে এসে সেরকমটা আর মনে হচ্ছে না। ব্লুমবার্গসহ বিভিন্ন বাজার গবেষণা প্রতিষ্ঠানের বরাত দিয়ে ভিজুয়াল ক্যাপিটালিস্ট নামে একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত চীনের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে লেনদেনের জন্য ডলার ও ইউয়ান তথা রেনমিনবির ব্যবহারের একটি তুলনামূলক চিত্র তুলে ধরেছে ব্লুমবার্গ। তথ্য-উপাত্ত বলছে, ২০১০ সালের পর থেকে চীনের আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের আধিপত্য ক্রমাগত কমে গিয়ে রেনমিনবির প্রভাব বাড়াছে।