যেসব কারণে উৎপাদন এলাকাতেই বাড়ছে আলুর দাম
উৎপাদন এলাকাখ্যাত বগুড়া অঞ্চলে হিমাগার পর্যায়েই আলুর দাম আড়াই মাসে আড়াই গুণ পর্যন্ত বেড়ে গেছে। গত ফেব্রুয়ারিতে হিমাগার পর্যায়ে প্রতি কেজি সাদা ও লাল জাতের আলু গড়ে ২০ টাকা এবং দেশি ছোট জাতের আলু ৩০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। গত বৃহস্পতিবার হিমাগার ফটকে পাইকারিতে প্রতি কেজি সাদা ও লাল আলু বিক্রি হয়েছে ৪১ থেকে ৪২ টাকায়। আর দেশি আলুর দাম উঠেছে ৫১ টাকা কেজিতে।
পাইকারি কয়েক গুণ মূল্যবৃদ্ধির পর খুচরায় এসে আরেক দফায় বাড়ছে আলুর দাম। বগুড়া শহরে বৃহস্পতিবার খুচরায় দেশি ছোট আলুর দাম ছিল ৬০ থেকে ৬২ টাকা কেজি। সাদা ও লাল আলুর কেজি ছিল ৫০ টাকা।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- আলু উৎপাদন
- আলুর দাম