You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ টিকিট অর্ধেক দামে বেচতে চায় প্রবাসীরা

মার্কিন মুল্লুকে বিশ্বকাপের জমজমাট আসর বসতে যাচ্ছে। নিজের দেশকে স্টেডিয়ামে বসে সমর্থন দেওয়ার আশায় উন্মাদনার কমতি ছিল না প্রবাসী বাংলাদেশিদেরও। তবে বিশ্বকাপের আগেই যেন সেই উন্মাদনা উবে যেতে বসেছে। বিশ্ব ক্রিকেটে প্রায় অচেনা যুক্তরাষ্ট্রের কাছে এরই মধ্যে সিরিজ খুইয়েছে নাজমুল হোসেন শান্তর দল। আশঙ্কা দানা বাঁধছে হোয়াইটওয়াশের লজ্জারও।

যার প্রভাব পড়েছে প্রবাসী সমর্থকদের মাঝেও। এরই মধ্যে আমেরিকার বাংলাদেশি কমিউনিটির ফেসবুক গ্রুপগুলোতে বিশ্বকাপের বাংলাদেশের ম্যাচের টিকিট বিক্রির ধুম বেড়েছে। 

বিশ্বকাপের আগমুহূর্তে আত্মবিশ্বাস বাড়াতে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৫ উইকেটের ব্যবধানে হারের পর সর্বশেষ সিরিজ বাঁচানোর ম্যাচে গতকাল (বৃহস্পতিবার) ঘুরে দাঁড়াতে পারল না টাইগাররা। এবার তাদের হার ৬ রানের ব্যবধানে। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ৯ম ও টেস্ট খেলুড়ে দেশ টানা দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে র‌্যাঙ্কিংয়ে ১৯তম সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে। বিশ্বকাপের আগে যা প্রশ্নবিদ্ধ করছে টিম টাইগার্সের সামর্থ্যকে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন