প্রথম দল হিসেবে হারের ‘সেঞ্চুরি’র রেকর্ড বাংলাদেশের, অপেক্ষায় উইন্ডিজ
হিউস্টন থেকে কিংসটন—দূরত্ব প্রায় ২৩০০ কিলোমিটার। দুই দেশের দুই শহরে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ছিল টি-টোয়েন্টিতে শততম ম্যাচ হারের বিব্রতকর রেকর্ডের সামনে দাড়িয়ে। টেক্সাস রাজ্যের শহরে বাংলাদেশ প্রথম দল হিসেবে হারের সেঞ্চুরি পূর্ণ করে।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে গতকাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ের সম্ভাবনা ছিল। তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরতে বাংলাদেশের লক্ষ্য ছিল ১৪৫ রান। শেষ তিন ওভারে সফরকারীদের দরকার ছিল ২১ রান, হাতে ৪ উইকেট। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ৬ রানে হারেন নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসানরা। বাংলাদেশের শততম ম্যাচ হারার রেশ কাটতে না কাটতেই জ্যামাইকার কিংসটনে শুরু হয় ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি। সেই ম্যাচে ২৮ রানে জিতে আপাতত বিব্রতকর রেকর্ড এড়াল উইন্ডিজ। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৫ রান করেছে উইন্ডিজ। রান তাড়া করতে নেমে প্রোটিয়ারা অলআউট হয় ১৯.৫ ওভারে ১৪৭ রানে।