‘আট হাজারি’ আরও শৃঙ্গে লাল-সবুজ ওড়াতে চান বাবর আলী
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ মে ২০২৪, ০৯:২৪
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয়ের দুদিনের মধ্যে একই পবর্তমালায় চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে জয় করা বাবর আলী এখানেই থামতে চান না, আট হাজার মিটার উচ্চতার আরও শৃঙ্গ জয়ের লক্ষ্য এই অভিযাত্রীল।
২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয় পর্বতমালার নেপাল অংশে ছয় হাজার মিটার উচ্চতার ‘আমা দাবলাম’ শৃঙ্গে দেশের পতাকা ওড়ান চট্টলার এই দুঃসাহসী সন্তান।
লোৎসে জয়ের পর বুধবার বিকালে বেজ ক্যাম্পে পৌঁছান বাবর আলী, এখন সেখানেই আছেন। সেখান থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলেছেন তিনি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বাংলাদেশি
- পর্বতারোহী
- পর্বতশৃঙ্গ