কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শেরপাদের গ্রামে

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৩ মে ২০২৪, ২০:২৯

অদ্ভুত প্রশান্তি নিয়ে হিমালয়ে ভোর এল। সূর্যের কোমল উষ্ণতায় হিমে জমে যাওয়া ঘরবাড়ি, গাছপালা, পাহাড়—সব যেন আড়মোড়া ভেঙে জেগে উঠতে লাগল। পাহাড়ে সংসারের ঘড়ি সূর্য ওঠার সঙ্গে শুরু হয়। বিছানা ছেড়ে নিচে নেমে দেখি, বাড়ির কর্তা কোচি শেরপা ঘরের সামনে সবজিবাগানে কাজ করছেন। তাঁকে দেখে কেন যেন শেরপা মনে হয় না। মাঝারি উচ্চতার লিকলিকে এক সাদামাটা মানুষ।


চেহারায় মঙ্গোলয়েড ছাপ থাকলেও দৈহিক গড়নের জন্য তাঁকে কেমন যেন বেমানান লাগছে। হিমালয়ের পুরুষদের, বিশেষ করে শেরপাদের সব সময় শক্ত-সমর্থ পেশিবহুল হিসেবে দেখে এসেছি এত দিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও