You have reached your daily news limit

Please log in to continue


গর্বের পাশাপাশি এখন বেদনাও স্পর্শ করছে আলোন্সোকে

সাফল্যময় মৌসুমের সুবাস এখনও মিলিয়ে যায়নি। তবে কাঁটার আঘাতও এখন অনুভব করছেন শাবি আলোন্সো। মৌসুমজুড়ে রেকর্ডময় অপ্রতিরোধ্য পথচলার গৌরব প্রবলভাবেই আছে। কিন্তু স্বপ্নভঙ্গের যন্ত্রণাও কাতর করে তুলছে বায়ার লেভারকুজেন কোচকে। সঙ্গে আছে প্রত্যয়ও, দ্রুত ঘুরে দাঁড়ানোর তাড়না। আরেকটি ফাইনাল যে দুয়ারেই!

এই মৌসুমে বায়ার লেভারকুজেনের স্বপ্নময় অপরাজেয় পথচলা অবশেষে থেমেছে। ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা অপরাজিত ম্যাচের ‘ফিফটি’ পেরিয়ে ৫২তম ম্যাচে এসে হেরেছে তারা। ইউরোপা লিগের ফাইনালে বুধবার আলোন্সোরদলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে আতালান্তা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন