 
                    
                    কিংসের শ্বাসরুদ্ধকর ট্রেবল জয়
                        
                            ঢাকা পোষ্ট
                        
                        
                        
                         প্রকাশিত: ২২ মে ২০২৪, ১৯:৩৪
                        
                    
                অসাধারণ এক ফেডারেশন কাপের ফাইনাল। গোল, অতিরিক্ত সময়, উত্তেজনা, আপত্তি সবই ছিল আজকের ম্যাচে। শেষ পর্যন্ত বসুন্ধরা কিংস ২-১ গোলে মোহামেডানকে হারিয়ে ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন হয়েছে।
২০১৮ সালে ঘরোয়া ফুটবলে শীর্ষ স্তরে আসার পর অনেক কীর্তিই গড়েছে বসুন্ধরা কিংস। এক মৌসুমে সব ট্রফি কখনো জিততে পারেনি। আজ সেই কীর্তিও করল। স্বাধীনতা কাপ, লিগ ও ফেডারেশন কাপ তিনটি ট্রফিই জিতল কিংস। তিনটিতেই কিংসের প্রতিপক্ষ ছিল মোহামেডান। ২০১৩ সালে শেখ রাসেল ও ২০০২ সালে মোহামেডান এই কীর্তি গড়েছিল।
- ট্যাগ:
- খেলা
- জয়
- শ্বাসরুদ্ধ
 
                    
                 
                    
                 
                    
                