ছাত্রাবাসের আমরা প্রায় সবাই চর্মরোগে ভুগছি, করণীয় কী?

প্রথম আলো প্রকাশিত: ২২ মে ২০২৪, ১৮:০২

প্রশ্ন: আমার বয়স ১৮ বছর, পুরুষ। একটা ছাত্রাবাসে থাকি। আমার রুমে আরও চারজন থাকে। আমাদের ছাত্রাবাসের শিক্ষার্থী প্রায় ৩৫০ জন। আমাদের ছাত্রাবাসে স্ক্যাবিস মারাত্মক আকার ধারণ করেছে। প্রায় সব ছেলেরই চুলকানির সমস্যা। পারমেথ্রিন-জাতীয় লোশন ব্যবহার করেও অনেকে কোনো ফল পাচ্ছে না। এখন আমাদের করণীয় কী?



পরামর্শ: চর্মরোগ থেকে ভালো থাকতে সবার আগে দরকার পরিচ্ছন্নতা ও সচেতনতা। আপনার ছাত্রাবাসের চর্মরোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত দ্রব্যাদি, যেমন গামছা, লুঙ্গি, বিছানা, বিছানার চাদর ও পোশাক অন্যজন ব্যবহার করা থেকে বিরত থাকুন। রুমের সবাই নিজেদের জামাকাপড়, বিছানার চাদর, বালিশের কভার সাবান বা ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিন। পারমেথ্রিন ওষুধের পাশাপাশি চুলকানিনাশক মলম ব্যবহার এবং চুলকানির ট্যাবলেট খেতে হবে। গোসলের সময় বিশেষ ধরনের সাবান ব্যবহার করুন। আক্রান্ত স্থান নখ দিয়ে চুলকানো যাবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও