![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2024/05/22/dae6195f9fb1b5ba326d72be480fd1dd-664cf0394b999.jpg)
ছাত্রদলের সাবেক সভাপতি–সহসভাপতির ওপর ছাত্রলীগের হামলা, ঢামেকে ভর্তি
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২২ মে ২০২৪, ১৬:০৯
রাজধানীর শাহবাগে শিল্পকলা একাডেমি গেটের উল্টো পাশের ফুটপাতে ছাত্রলীগ–যুবলীগের হামলায় আহত হয়েছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ ও সাবেক সহসভাপতি মিয়া মোহাম্মদ ঝলক।
মঙ্গলবার (২১ মে) রাত সোয়া ৯টার দিকে ঘটনাটি ঘটে। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের কেউ মুখ খুলছেন না।