কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যে পথে দেশে বাড়ছে মুদ্রা সরবরাহ, বাড়ছে মানুষের হাতে টাকাও

প্রথম আলো প্রকাশিত: ২২ মে ২০২৪, ১৫:৫৮

টাকার অভাবে বিদ্যুৎ ও সারের পাওনা মেটাতে ব্যাংকগুলোকে বন্ড দিচ্ছে সরকার। আর ব্যাংকগুলো এই বন্ড জমা রেখে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার করছে। আর্থিক সংকটে থাকা সরকারকে বাংলাদেশ ব্যাংক একসময় টাকা ছাপিয়ে ঋণ দিত। তবে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় সে পথ থেকে কেন্দ্রীয় ব্যাংক সরে আসে। এখন সরকার দেনা মেটাতে বন্ড দিচ্ছে ব্যাংকগুলোকে। সেই বন্ডের বিপরীতে টাকা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বাড়ছে মুদ্রা সরবরাহ।


অন্যদিকে ব্যাংক থেকে নগদ টাকা তুলে ঘরে রাখার প্রবণতা আবার বেড়েছে। গত মার্চ মাসে গ্রাহকেরা ব্যাংক থেকে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা তুলে নিয়েছেন। এসব টাকা ওই মাসে আর ব্যাংকে ফেরত আসেনি। ফলে এই টাকা রয়ে গেছে মানুষের হাতে। বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনায় এমন চিত্র পাওয়া গেছে। এরপরের মাসগুলোতে মুদ্রা সরবরাহ ও ব্যাংকের বাইরে আরও বেশি পরিমাণ টাকা চলে গেছে বলে জানিয়েছেন ব্যাংকাররা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও