![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-05%252F66f30ccb-09f8-4eb7-b356-860c59992399%252FMV5BN2U3NzVjMzMtYmMzZS00MzJhLTkwMWYtZDljM2IwMDM5ZTZjXkEyXkFqcGdeQXVyMTY4MTk4MjYw__V1_.jpg%3Frect%3D259%252C0%252C1682%252C1121%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
‘ট্রাম্প’–এর ধর্ষণ দৃশ্য নিয়ে বিতর্ক
প্রথম আলো
প্রকাশিত: ২২ মে ২০২৪, ১৫:০৩
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরুণ বয়সের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘দ্য অ্যাপ্রেনটিস’। ২০ মে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর থেকে সিনেমাটি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। খবর ভ্যারাইটির
‘দ্য অ্যাপ্রেনটিস’ সিনেমাটি বানিয়েছেন ইরানি বংশোদ্ভূত ড্যানিশ নির্মাতা আলি আব্বাসি। ডোনাল্ড ট্রাম্পের চরিত্রে অভিনয় করেছেন সেবাস্তিয়ান স্ট্যান।