You have reached your daily news limit

Please log in to continue


চ্যাটজিপিটির স্কাই ভয়েস সুবিধা হঠাৎ করেই বন্ধ করল ওপেনএআই, কেন

হলিউডের তারকা অভিনেত্রী স্কারলেট জোহানসন। অভিনয়ের পাশাপাশি বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর বিখ্যাত সিনেমা ‘হার’-এ ডিজিটাল সহকারীর কণ্ঠ দিয়েও বেশ আলোচিত তিনি। এবার চ্যাটজিপিটির নতুন মডেল ‘জিপিটি-৪ও’তে থাকা ‘স্কাই’নামের ভয়েস মোডে অনুমতি ছাড়া কণ্ঠস্বর ব্যবহার করায় চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন স্কারলেট। তাঁর অভিযোগ, ‘স্কাই’ ভয়েস মোডে কণ্ঠ ব্যবহারের জন্য প্রস্তাব দেওয়া হলেও তিনি তা ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু ওপেনএআই তাঁর কণ্ঠস্বর নকল করে চ্যাটজিপিটিতে ব্যবহার করছে। স্কারলেট অভিযোগ করার পরপরই তড়িঘড়ি করে চ্যাটজিপিটির ‘স্কাই’ ভয়েস মোড–সুবিধা বন্ধ করে দিয়েছে ওপেনএআই।

গতকাল সোমবার স্কারলেট এক বিবৃতিতে জানান, ‘জিপিটি-৪ও’ মডেলের ডেমোতে যখন আমার কণ্ঠ শুনলাম, তখন আমি হতবাক ও ক্ষুব্ধ হয়েছি। এটা অবিশ্বাস্য। আমার বন্ধুরা স্কাই ও আমার কণ্ঠের মধ্যে পার্থক্য করতে পারেনি। গত বছরের সেপ্টেম্বর মাসে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান চ্যাটজিপিটির স্কাই ভয়েসে কণ্ঠ দেওয়ার জন্য কাজের প্রস্তাব দিলেও আমি তা ফিরিয়ে দিয়েছিলাম। কিন্তু ওপেনএআই আমার কণ্ঠস্বর নকল করে চ্যাটজিপিটিতে ব্যবহার করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন