অবাধ্য পর্যটক সামলাতে দেওয়াল তুলছে জাপান
মধ্য জাপানের ছোট্ট শহর ফুজিকাওয়াগুচিকো। মাত্র হাজার ছাব্বিশেক লোকের বাস। পাশেই রয়েছে ছবির মত সুন্দর, বিশালাকায় কাওয়াগুচি হ্রদ। আর সেই হ্রদকে ছাপিয়ে শহরের এক পাশের আকাশ জুড়ে দাঁড়িয়ে আছে জাপানের বিশ্ববিখ্যাত আগ্নেয়গিরি মাউন্ট ফুজি।
বলা হয়ে থাকে মাউন্ট ফুজির সৌন্দর্য জাপানের ফুজিকাওয়াগুচিকো শহরের অন্যতম আকর্ষণ। বিশ্বের নানা দিক থেকে পর্যটকরা আসেন এখানে এই অপরূপ দৃশ্যের সাথে ছবি তুলতে।
কিন্তু ছবি তোলার এই হিড়িক মাঝেমাঝেই পরিণত হয় বিশৃঙ্খলায়। পর্যটকদের নিয়ম ভাঙা রুখতে শহরটির কর্তৃপক্ষ মঙ্গলবার ধাতব তারের একটি বিশাল দেওয়াল তুলেছে, যাতে কিছুটা বিরত হন পর্যটকরা। বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, তারের এই দেওয়াল আট ফুট উঁচু ও প্রস্থে ৬৫ ফুট।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পর্যটক
- দেয়াল নির্মাণ