সোনার চেয়েও বেশি দামে বিক্রি হলো যে পাখির পালক
প্রথম আলো
প্রকাশিত: ২১ মে ২০২৪, ২০:১৩
নিউজিল্যান্ডের হুইয়া পাখির একটি পালক ২৮ হাজার ৩৬৫ মার্কিন ডলারে (৪৬ হাজার ৫২১ নিউজিল্যান্ড ডলার) বিক্রি হয়েছে। প্রকৃতি থেকে এই পাখি বিলুপ্ত হয়ে গেছে। ফলে পাখির এই পালকটি খুব বিরল ও মূল্যবান। নিলামে এখন পর্যন্ত যত পাখির পালক বিক্রি হয়েছে, তার মধ্যে এটি সবচেয়ে দামি পালক হওয়ার স্বীকৃতি পেয়েছে।
ধারণা করা হয়েছিল এটি ২ থেকে ৩ হাজার মার্কিন ডলার দামে বিক্রি হতে পারে। কিন্তু নিলামে এটির দাম সব ধারণাকে ছাড়িয়ে যায়। দামের দিক থেকে এটি নতুন রেকর্ডও গড়েছে। এর আগে ২০১০ সালে নিলামে বিক্রি হওয়া হুইয়া পাখির একটি পালকের রেকর্ড দাম উঠেছিল। তখন ওই পালকটি বিক্রি হয়েছিল ৮ হাজার ৪০০ ডলারে।