ম্যানচেস্টার সিটি যে ৫ কারণে প্রিমিয়ার লিগ জিতল
ম্যানচেস্টার সিটিতে চলছে উৎসব আর ফুটবল পণ্ডিতেরা মেতে আছেন বিশ্লেষণে—কীভাবে প্রিমিয়ার লিগের মতো একটি কঠিন প্রতিদ্বন্দ্বিতাময় জায়গায় টানা চতুর্থ শিরোপা জিতল সিটি। সংবাদ সংস্থা এএফপি সিটির এবারের প্রিমিয়ার লিগ জয়ের পাঁচটি কারণ বের করেছে। দেখে আসা সেই ৫ কারণ—
ওর্তেগার গুরুত্বপূর্ণ সেভ
গত বুধবার টটেনহামের মাঠে দলটির সন হিউং–মিন যখন সবাইকে পেছনে ফেলে ম্যান সিটির গোলকিপার স্টেফান ওর্তেগাকে একা পেলেন, সবাই ধরে নিয়েছিলেন এটা নিঃসন্দেহে গোল হতে যাচ্ছে। সেই সময় এদেরসনের চোটের কারণে বদলি হিসেবে নামা সিটির দুই নম্বর গোলকিপার ওর্তেগা দৌড়ে ছুটে এলেন। পা দিয়ে সনের নেওয়া শট ঠেকিয়েও দিলেন। সিটিও তাই সেই সময় ১–০ গোলে এগিয়ে থাকে। কয়েক মিনিট পর পেনাল্টি থেকে গোল করে আর্লিং হলান্ড সিটির পক্ষে ব্যবধান ২–০ করেন। জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল। আর্সেনালের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে থেকে শেষ ম্যাচে যায় তারা।
- ট্যাগ:
- খেলা
- জয়
- প্রিমিয়ার লিগ
- ম্যানচেস্টার সিটি