নানা অভিযোগের মধ্য দিয়ে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের প্রচার শেষ হচ্ছে আজ

প্রথম আলো প্রকাশিত: ১৯ মে ২০২৪, ১২:২২

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার আজ রোববার মধ্য রাতে শেষ হচ্ছে। এই ধাপেও প্রচার ঘিরে বিভিন্ন জায়গায় সংঘাত, হুমকি, আচরণবিধি লঙ্ঘন, সংসদ সদস্যদের প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া গেছে। এই ধাপে ১৫৭টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে আগামী মঙ্গলবার।


আজ রোববার সারা দিন প্রচারের শেষ সুযোগ কাজে লাগাতে সক্রিয় থাকবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। তবে অনেকটা একতরফা এই নির্বাচনে শেষ পর্যন্ত ভোটারদের কতটা ভোটকেন্দ্রে আনা যাবে, তা নিয়ে প্রার্থীদেরও অনেকের সংশয় রয়েছে। ৮ মে প্রথম ধাপের নির্বাচনে ভোট পড়েছিল ৩৬ শতাংশ। 


 ক্ষমতাসীনদের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকারের এই নির্বাচনও বর্জন করেছে।


ইসি সূত্র জানায়, দ্বিতীয় ধাপের নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত। আজ থেকে ১৫৭ উপজেলায় মাঠে নামছেন একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ভোট গ্রহণের পরের দুই দিন অর্থাৎ ২৩ মে পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও