‘ক্যানসার আক্রান্ত’ দেশের ক্যানসার চিকিৎসা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৮ মে ২০২৪, ১৭:০৩
বিশ্বজুড়েই ক্যানসার আক্রান্ত রোগী বাড়ছে। তবে সে তুলনায় এ রোগের চিকিৎসাপদ্ধতি উদ্ভাবনে প্রত্যাশিত অগ্রগতি নেই এখনো। নানা সময়ে ক্যানসারের চিকিৎসা বা ওষুধ উদ্ভাবনের খবর নজরে এলেও সেগুলো এখনো স্বীকৃত বা যথেষ্ট কার্যকর প্রমাণিত হয়নি। চিকিৎসা বিজ্ঞান এখনো এ মরণব্যাধি থেকে রোগীদের বাঁচানোর সুনির্দিষ্ট ও নিরাময়যোগ্য উপায় বের করতে পারেনি।
বাংলাদেশে ক্যানসার রোগের চিকিৎসায় এখনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই। দেশে বর্তমানে ঠিক কত সংখ্যক মানুষ ক্যানসারে আক্রান্ত এর সঠিক তথ্য পেতেও হিমশিম খেতে হয়। এর মূল কারণ, দেশে ক্যানসার আক্রান্ত রোগীদের রেজিস্ট্রির ব্যবস্থা এখনো সেভাবে গড়ে ওঠেনি।