ফোন চুরি ঠেকানোর সুবিধা আসছে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে

প্রথম আলো প্রকাশিত: ১৮ মে ২০২৪, ১৬:৫৬

স্মার্টফোনের অপারেটিং সিস্টেম (ওএস) অ্যান্ড্রয়েড ১৫ এনেছে গুগল। নতুন এই ওএসে বেশ কিছু নিরাপত্তা–সুবিধা যুক্ত হয়েছে। এসবের মধ্যে ফোন চুরি ঠেকানোর জন্য উন্নত সুবিধাও যুক্ত হয়েছে। এ ছাড়া ফোন বেহাত হলেও ব্যবহারকারীর তথ্য যাতে সুরক্ষিত থাকে, সেই সুবিধাও থাকবে।


গুগল জানিয়েছে, নতুন সুবিধাগুলো ফোন চুরির আগে ব্যবহারকারীকে সতর্ক করবে ও ফোন চুরি হলে ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত রাখবে। চলতি বছরের শেষ নাগাদ গুগল প্লে স্টোরের হালনাগাদে এসব সুবিধা যোগ হবে। অ্যান্ড্রয়েড ১০ ও পরবর্তী অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীরা এসব সুবিধা পাবেন। এ ছাড়া কিছু সুবিধা শুধু অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমেই পাওয়া যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও