![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/cover-20240517120131.jpg)
মসলা চা পানে মিলবে যেসব উপকার
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৭ মে ২০২৪, ১২:৩৭
দিনে বেশ কয়েকবার চায়ের কাপে চুমুক না দিলে অনেকেরই দিন কাটে না। বিভিন্ন ধরনের চায়ের মধ্যে মসলা চায়ের স্বাদও যেমন ভালো, ঠিক তেমনই এর পুষ্টিগুণও অনেক।
মসলা চা তৈরির সময় এর মধ্যে আদা, এলাচ, দারুচিনি ও লবঙ্গ ইত্যাদি দেওয়া হয়। এগুলোর গুণেই চা গুণী হয়ে ওঠে। চলুন জেনে নেওয়া যাক মসলা চা পানে কী কী উপকার মিলবে-
>> মসলা চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
>> মসলা চায়ে মেশানো আদায় থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ, যা প্রদাহ কমায়।
>> সর্দি, কাশি বা গলা ব্যথায় স্বস্তি দেয় মসলা চা।