তুরস্কে কুর্দি নেতাকে ৪২ বছরের কারাদণ্ড
তুরস্কের কুর্দিপন্থী একটি দলের সাবেক প্রধানকে ৪২ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ২০১৪ সালের সহিংস বিক্ষোভে সংশ্লিষ্টতার দায়ে গতকাল বৃহস্পতিবার সেলাহাতিন দেমিরতাস নামের ওই নেতাকে এই সাজা দিয়েছেন আদালত।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা সিরিয়ার কোবানে শহর দখল করার পর ওই বিক্ষোভ শুরু হয়েছিল।
২০১৬ সাল থেকে কারাগারে আছেন ৫১ বছর বয়সী সেলাহাতিন দেমিরতাস। তুরস্কের নির্বাচনে তিনি দুবার তিনি বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী ছিলেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নেতা
- কারাদণ্ড
- কুর্দি