You have reached your daily news limit

Please log in to continue


ইউভেন্তুসের শিরোপা খরা ঘুচিয়ে কোচ বললেন, ‘এটা আমাদের ডিএনএ’তে আছে’

দেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে সফল দল ইউভেন্তুস। ইতালিয়ান শীর্ষ লিগ ও কাপ টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়ন তারা। সেই দলটিই আগের প্রায় তিন বছরে পায়নি কোনো শিরোপার স্বাদ। অবশেষে ইতালিয়ান কাপ জিতে খরা ঘুচিয়েছে দলটি। দলকে পুনরায় সাফল্যের পথে ফেরাতে পেরে খুব খুশি কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।

সেরি আয় সবশেষ ২০১৯-২০ মৌসুমে শিরোপা জয়ী ইউভেন্তুসের এবারও লিগে সময়টা ভালো কাটছে না। গত ফেব্রুয়ারি থেকে তো অবস্থা বেজায় খারাপ; সেই থেকে দলটি জিততে পেরেছে কেবল দুটি ম্যাচে। সবশেষ পাঁচ রাউন্ডে জিততে পারেনি একটিও, সবকটি ড্র। ৩৬ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে।

লিগে এই ব্যর্থ পথচলার মাঝেই বুধবার রাতে তারা মাঠে নামে ইতালিয়ান কাপের ফাইনালে। প্রতিপক্ষ আতালান্তা, ২০২০-২১ আসরের ফাইনালে সবশেষ শিরোপা জয়ের ম্যাচেও এই দলকে ২-১ গোলে হারিয়েছিল ইউভেন্তুস। আর এবার দুসান ভ্লাহোভিচের গোলে ১-০ ব্যবধানে জিতে ট্রফি ঘরে তোলে তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন