জলদস্যুদের হাতে জিম্মি ৩৩ দিনের বর্ণনা দিলেন এমভি আবদুল্লাহর নাবিক
প্রথম আলো
প্রকাশিত: ১৫ মে ২০২৪, ২০:৪৭
ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিক নাজমুল হক স্বজনদের কাছে ফিরতে পেরে আপ্লুত। বাড়িতে ফেরার পর ছেলেকে বুকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন মা নার্গিস খাতুন। খবর পেয়ে নাজমুলকে একনজর দেখতে বাড়িতে ভিড় করেন স্বজনেরা। পরে জাহাজে জিম্মিদশার বর্ণনা দেন নাজমুল হক।
আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে নিজ বাড়িতে এসে পৌঁছান নাবিক নাজমুল হক। তিনি প্রথম আলোকে বলেন, ‘জিম্মিদশার দিনগুলোতে খুব ভয় পেয়েছিলাম। জাহাজে দস্যুদের অস্ত্রের মহড়া দেখে ভেঙে পড়েছিলাম। জলদস্যুরা জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে আনন্দে ফাঁকা গুলি ছোড়ে, তখন ভয়ে ঠিকমতো ঘুমাতে পারতাম না। ভেবেছিলাম, আর বুঝি মা–বাবা ও বোনের সঙ্গে দেখা হবে না।’