হিলি স্থলবন্দর দিয়ে ৫ মাস পর এল ভারতীয় পেঁয়াজ

প্রথম আলো হিলি স্থলবন্দর প্রকাশিত: ১৫ মে ২০২৪, ১৩:১০

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পাঁচ মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে একটি ট্রাকে করে ৩০ টন ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করে। মেসার্স আরএসবি এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান দাস অ্যান্ড সন্স নামের সিঅ্যান্ডএফ এজেন্টের মাধ্যমে এসব পেঁয়াজ আমদানি করে।


হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা পোর্ট লিংক লিমিটেড সূত্রে জানা গেছে, সর্বশেষ গত ৯ ডিসেম্বর হিলি স্থলবন্দর দিয়ে দুটি ট্রাকে ৫৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল। পরে ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। নতুন করে পেঁয়াজ আসার বিষয়টি ইতিবাচক হলেও এখনো পেঁয়াজের দাম ভারতে কিছুটা বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও