সুন্দরবনের আগুন নেভানোয় সমাধান কোনপথে?
সুন্দরবন বাংলাদেশের ঢাল। ঝড়-জলোচ্ছ্বাসে বুক চিতিয়ে ঠেকানো সাহস। দুর্যোগ যে ক্ষত তৈরি করে তা সারিয়ে তুলে রুখে দাঁড়ায় বারবার। প্রাণবৈচিত্র্যে ভরপুর এই বন দেশের অমূল্য সম্পদ। জীবন-জীবিকার অন্যতম আধার। প্রাকৃতিক দুর্যোগের ক্ষত থেকে দ্রুত সেরে উঠলেও মনুষ্যসৃষ্ট ক্ষত এখন সুন্দরবনের সবচেয়ে বড় হুমকি।
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন ধ্বংস মানে নিজেদের ধ্বংসের মুখে ফেলা। গত দুই দশকে ২৪ বার আগুনে পুড়েছে সুন্দরবন। ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে। সবগুলোই ঘটেছে পূর্ব সুন্দরবন এলাকায়। এসব অগ্নিকাণ্ডে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ঘুরেফিরে আসে একই সুপারিশ। এতে স্পষ্ট হয়, আগের সুপারিশ কার্যকর হয় না। আগুনের কারণ হিসেবে প্রতিবারই উঠে আসে জেলে, মৌয়ালদের বিড়ি-সিগারেট বা মৌমাছি তাড়াতে জ্বালানো মশাল।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সমস্যা সমাধান
- আগুন নেভানো