বলিউড-হলিউড তারকাদের প্রিয় ১৫ পারফিউম

ডেইলি স্টার প্রকাশিত: ১৩ মে ২০২৪, ২১:৩১

বহুকাল ধরেই প্রসাধনী হিসেবে সুগন্ধির ব্যবহার হয়ে আসছে। অনেকেই আছেন যারা খুব একটা সাজগোজ করেন না, তবে পারফিউম তাদের অবশ্যই চাই। মনকে সতেজ ও প্রফুল্ল রাখার পাশাপাশি সুগন্ধির ব্যবহার কিন্তু আপনার ব্যক্তিত্বকেও তুলে ধরে। আবার অনেকের রয়েছে বিভিন্ন ধরনের পারফিউম সংগ্রহের নেশা। যারা তারকাদের লাইফস্টাইল অনুসরণ করেন তারা অনেকেই জানতে চান তাদের প্রিয় তারকা কোন পারফিউম ব্যবহার করেন। আজ জানব কোন কোন তারকা বিখ্যাত এই ১৫টি পারফিউম ব্যবহার করেন।


১। ডানহিল অ্যান্ড ডিপটিকো: শাহরুখ খান


সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছেন, তিনি একটি নয়, দুই ধরনের পারফিউম মিলিয়ে ব্যবহার করেন।


২। ফেনটি ইউ দ্যে পারফাম: রিহানা


রিহানার প্রিয় পারফিউম হলো তার ব্র্যান্ড ফেনটি বিউটির বিখ্যাত ফেনটি ইউ দ্যে পারফাম। ফেনটি বিউটি একটি রিলের মাধ্যমে রিহানার এই পারফিউমের নাম প্রকাশ করে। আর এরপর এই পারফিউমটি নিয়ে ইন্টারনেট বিশ্বে সাড়া পড়ে যায়।


৩। ফর হার বাই নারসিকো রদ্রিগেজ:  দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, পরিণীতি চোপড়া


নারসিকো রদ্রিগেজের গোলাপি, নীল বোতলের ফর হার পারফিউমটি বলিউড কুইনদের বেশ প্রিয়। এই তালিকায় আছে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ ও পরিণীতি চোপড়ার নাম। হালকা ও অভিজাত ঘ্রাণের এই পারফিউমটি এই তিনজন তারকার প্রতিদিনের সঙ্গী।


৪। অ্যাটকিনসন ওড সেভ দ্য কুইন: রণবীর সিং


ইন্সটাগ্রামে একটি সাক্ষাৎকারে রণবীর সিং তার প্রিয় পারফিউম নিয়ে কথা বলেন। আর তা হল অ্যাটকিনসনের ওড সেভ দ্য কুইন। তিনি বলেন এই পারফিউমটি তার ব্যক্তিত্বের সঙ্গে একেবারে মানানসই।


৫। বাইরেডো জিপসি ওয়াটার: সোনম কাপুর, রোজি হ্যান্টিংটন-হোয়াইটলি


সুইডেনভিত্তিক এই কোম্পানির ইউনিসেক্স পারফিউম তারকাদের মাঝে ভীষণ জনপ্রিয়। সোনম কাপুর থেকে শুরু করে রোজি হ্যান্টিংটন হোয়াটলির মতো তারকারা ব্যবহার করেন এই পারফিউম। স্যান্ডলউড, ভ্যানিলা, লেমন ও ক্যাম্পফায়ারের সুগন্ধীর ছোঁয়া পাবেন এই পারফিউমে।


এছাড়াও রয়েছে



  • আরমানি কোড এবং ব্লু দ্যে শ্যানেল: আলিয়া ভাট

  • ত্রুসারদি ডোনা: প্রিয়াঙ্কা চোপড়া

  • জঁ প্যল গলতিয়ের ওয়েমেন ক্লাসিক এসেন্স: কারিনা কাপুর খান

  • গুতাল টেন্যু দ্যে সোয়ারে: আনুশকা শর্মা

  • এক্স নিহিলো ফ্লোর নারকোটিক: হাইলি বিবার

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও