 
                    
                    বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ: ঋণের বিলম্বে ঝুলছে প্রকল্প
                        
                            www.ajkerpatrika.com
                        
                        
                        
                         প্রকাশিত: ১৩ মে ২০২৪, ১০:১৪
                        
                    
                জমি অধিগ্রহণ, ঠিকাদার নিয়োগ—কিছুই হয়নি। অথচ প্রকল্পের সময় কেটে গেছে পৌনে ছয় বছর। এই হাল বগুড়া-সিরাজগঞ্জ ডুয়েলগেজ রেলপথ প্রকল্পের। সংশ্লিষ্টরা বলছেন, ভারতীয় ঋণ না আসায় প্রকল্প থমকে আছে।
ঋণছাড়ের সময়সীমা এখনো নিশ্চিত না থাকায় প্রকল্প কবে শেষ হবে, তা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। কারণ, ৫ হাজার ৫৭৯ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের ৩ হাজার ১৪৬ কোটি টাকাই ঋণ হিসেবে দেবে ভারত। বাকি ২ হাজার ৪৩৩ কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার।
প্রকল্প সূত্র বলছে, পরামর্শক পর্যায়ের কাজ সম্পন্ন। জমি অধিগ্রহণের জন্য ভূমিমালিকদের নোটিশ দেওয়া হয়েছে। জানতে চাইলে গতকাল রোববার রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. ইয়াসীন আজকের পত্রিকাকে বলেন, নকশা জটিলতার কারণে অনেক সময় লেগেছে। ভূমি অধিগ্রহণের কাজ চলছে। ২০২৬ সালের মধ্যে প্রকল্প শেষ হবে বলে তাঁরা আশাবাদী।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                