সৌদি আরবে থাকা ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়ন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

www.ajkerpatrika.com প্রকাশিত: ১২ মে ২০২৪, ২১:০১

সৌদি আরবে কর্মরত ৬৯ হাজার রোহিঙ্গা নাগরিকের পাসপোর্ট নবায়ন করবে সরকার। আজ রোববার (১২ মে) দুপুরে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এই তথ্য জানান। 


বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩-৭৪ সালে বাংলাদেশ থেকে কিছু রোহিঙ্গা সৌদি আরবে গিয়েছিলেন। এর সংখ্যা কত আমাদের জানা নেই। তাঁরা (সৌদি কর্তৃপক্ষ) আমাদের জানিয়েছেন, ৬৯ হাজার। সৌদি আরবের নিয়ম অনুযায়ী পাসপোর্ট না থাকলে তাঁদের ফেরত পাঠায়। সে ক্ষেত্রে আমাদের সঙ্গে সৌদি আরবের একটি সমঝোতা স্মারক (এমওইউ) চুক্তি হয়েছিল। চুক্তি মোতাবেক, তাঁরা রোহিঙ্গাদের ফেরত পাঠাবেন না। তবে তাঁদের (রোহিঙ্গা) পাসপোর্ট রিনিউ (নবায়ন) করে দিতে হবে— এমন শর্ত ছিল চুক্তিতে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও