গর্ভধারণ নিয়ে বইতে বাইবেলের নাম, কারিনাকে হাইকোর্টের সমন
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১২ মে ২০২৪, ১২:৩০
বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের ওপর সমন জারি করেছেন ভারতের মধ্যপ্রদেশের হাইকোর্ট। ২০২১-এ মাতৃত্বকালীন অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছিলেন অভিনেত্রী। বইটির নামের সঙ্গে যুক্ত ছিল বাইবেল শব্দটি। সেই সূত্র ধরেই মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি গুরপাল সিং আলুওয়ালিয়া সমন জারি করেছেন।
অ্যাডভোকেট ক্রিস্টোফার অ্যান্টনি একটি পিটিশন দিয়েছিলেন কারিনা ও বইটির প্রকাশকের বিরুদ্ধে। সে কারণেই কোর্টের এই নোটিশ। পিটিশনারের দাবি, এ বই বিক্রি বন্ধ করা হোক। কারণ বাইবেল শব্দটি ব্যবহার করে ধর্মীয় আবেগে আঘাত দেওয়া হয়েছে।