কেজরিওয়াল অন্তর্বর্তী জামিন পেলেন, ভোটের প্রচারে থাকবেন
প্রথম আলো
প্রকাশিত: ১০ মে ২০২৪, ১৬:৫৭
দেড় মাসেরও বেশি জেলে থাকার পর আজ শুক্রবার অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আগামী ১ জুন লোকসভা নির্বাচন শেষ হলে পরের দিনই তাঁকে তিহার জেলে ফেরত যেতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও দীপংকর দত্ত দুই পক্ষের মতামত শোনার পর জামিন মঞ্জুর করেন।
এর অর্থ, নির্বাচনী প্রচারে কেজরিওয়াল অংশ নিতে পারবেন। দিল্লির ৭ লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ ২৫ মে। ১ জুন পাঞ্জাবের ভোট। ৪ জুন ভোটের ফল প্রকাশ। সুপ্রিম কোর্টের এই রায় আম আদমি পার্টিকে (আপ) ভোটের মুখে নতুনভাবে উজ্জীবিত করে তুলবে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- জামিন
- কেজরিওয়াল
- ভোটের প্রচারণা