মহাকাশে দৈত্যাকার কৃষ্ণগহ্বরের সন্ধান, কত বড় জানেন কি
প্রথম আলো
প্রকাশিত: ০৮ মে ২০২৪, ১৬:৩৫
মহাকাশে নতুন একটি দৈত্যাকার রহস্যজনক ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বরের খোঁজ পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। নতুন এই কৃষ্ণগহ্বরের অবস্থান জিএন-জেড১১ নামের ছায়াপথ বা গ্যালাক্সিতে। ছায়াপথের কেন্দ্রেই অবস্থান করছে নতুন আবিষ্কৃত কৃষ্ণগহ্বরটি। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তথ্য বিশ্লেষণ করে এই কৃষ্ণগহ্বরের খোঁজ মিলেছে। জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যমতে, পৃথিবী থেকে অনেক দূরে মহাকাশের ঘূর্ণিবলয়ের মধ্যে অবস্থান করছে কৃষ্ণগহ্বরটি। এটিই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে সন্ধান পাওয়া সবচেয়ে দূরের দৈত্যাকার কৃষ্ণগহ্বর।
মহাবিশ্বের প্রথম দিকের ছায়াপথে অবস্থান করা সুপার ম্যাসিভ বা বড় আকারের এই কৃষ্ণগহ্বরের বিস্তারিত তথ্য জানতে বর্তমানে কাজ চলছে। নতুন এ কৃষ্ণগহ্বরের তথ্য সম্প্রতি নেচার জার্নালে প্রকাশিত হয়েছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- সন্ধান
- মহাকাশ
- কৃষ্ণগহ্বর