৩য় দফার ভোটে ভাগ্যপরীক্ষা অমিত শাহের, নজরে আরও যারা
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৭ মে ২০২৪, ১০:৫৮
ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (৭ মে) স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। তৃতীয় দফায় ভারতজুড়ে ১০টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আর এই দফার ভোটেই ভাগ্যপরীক্ষা হবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এছাড়া নজরে থাকবেন শিবরাজ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো আরও কয়েকজন হেভিওয়েট প্রার্থী।
মূলত গত ১৯ এপ্রিল প্রথম দফায় ১০২টি এবং ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ৮৮টি লোকসভা আসনে ভোট হয়েছিল। তৃতীয় দফায় দেশের ১০টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের এই ভোটে মোট প্রার্থীর সংখ্যা ১৩৫১। প্রথম দু’দফার মতোই তৃতীয় পর্বেও ‘ভাগ্যপরীক্ষা’ হবে একাধিক গুরুত্বপূর্ণ নেতা-মন্ত্রীর।