বোয়িংয়ের তৈরি স্টারলাইনার মহাকাশযান এবার কি সফল হবে?
প্রথম আলো
প্রকাশিত: ০৬ মে ২০২৪, ১৯:৪৭
দীর্ঘদিনের চেষ্টার পর অবশেষে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) উদ্দেশে যাত্রা করতে যাচ্ছে বোয়িংয়ের তৈরি স্টারলাইনার মহাকাশযান। সবকিছু ঠিক থাকলে আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা ৩৪ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৬ মে রাত ১০টা ৩৪ মিনিট) নাসার দুজন মহাকাশচারী নিয়ে ছুটে যাবে স্টারলাইনার। অ্যাটলাস ফাইভ রকেটে করে মহাকাশে পাঠানো হবে মহাকাশযানটি। স্টারলাইনারের যাত্রা সফল হলে ইলন মাস্কের স্পেসএক্সের পর মহাকাশ পরিবহনে দ্বিতীয় বেসরকারি সংস্থা হিসেবে পরিচিতি পাবে বোয়িং।
২০১৫ সালে মহাকাশে যাওয়ার কথা ছিল স্টারলাইনারের। পরে ২০১৯ সালে মহাকাশযানটিকে আবার প্রস্তুত করা হলেও সফটওয়্যার ত্রুটির কারণে যাত্রা পিছিয়ে যায়। এরপর ২০২১ সালের আগস্ট এবং ২০২২ সালের মে মাসে যাত্রা শুরুর কথা থাকলেও তা সফল হয়নি।