বাংলার শিশুরা দুধে-ভাতে, ফিলিস্তিনের শিশুরা অনাহারে : সৈকত
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৬ মে ২০২৪, ১৬:১৮
ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেছেন, দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি মানুষের ওপর বর্বরোচিত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হত্যা করা হচ্ছে নারী ও শিশুদের। আজ বাংলাদেশের যেখানে শিশুরা দুধে-ভাতে থাকে, সেখানে ফিলিস্তিনের শিশুরা অনাহারে থাকছে। খাবারের অভাবে নিষ্পাপ শিশুরা ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে পতিত হচ্ছে।
সোমবার (৬ মে) দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র সমাবেশে এসব কথা বলেন তিনি। ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা ফিলিস্তিনের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সৈকত।
- ট্যাগ:
- রাজনীতি
- অনাহার
- ফিলিস্তিনি
- শিশুরা