You have reached your daily news limit

Please log in to continue


বিশাল কারখানায় নেই ফ্যান-এসি, তীব্র গরমেও স্বস্তি

সাততলা ভবন। প্রায় আট লাখ বর্গফুটের বিশাল এক কারখানা। ৪০ হাজার বর্গফুট ছড়ানো একেকটি ফ্লোর। দিনে-রাতে দুই শিফটে এখানে কাজ করেন প্রায় পাঁচ হাজার শ্রমিক। এত বড় কারখানায় একটি এসিও নেই। নেই কোনো বৈদ্যুতিক পাখা। তবুও এই গরমে ঘামছে না কেউ। চলমান অসহনীয় দাবদাহে বেশির ভাগ মানুষ অস্বস্তিতে থাকলেও এই কারখানার শ্রমিকদের নেই অস্বস্তি। বরং স্নিগ্ধ ও হিম পরিবেশে আনন্দ চিত্তে কাজ করেন সবাই। কেননা বাইরের তাপমাত্রার চেয়ে এই কারখানার ভেতরটা কয়েক ডিগ্রি শীতল।

অবাক করা এই কারখানাটি কারুপণ্য রংপুর লিমিটেডের। রংপুর মহানগরীর রবার্টসনগঞ্জ স্টেশন রোড ঘোড়াপীর মাজার সংলগ্ন সড়কের পাশে এর অবস্থান। কারখানাটির ভবন শীতল রাখা হয়েছে এক বিশেষ ধরনের স্থাপত্যকৌশল প্রয়োগ করে। এতে কারখানার ৮০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। অন্যদিকে গাছগাছালিতে ভরা নান্দনিক এই সবুজ কারখানায় মানসিক প্রশান্তিতে কাজ করেন শ্রমিকরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন