বিক্রি বাড়লেও স্থিতিশীল রয়েছে কম্পিউটার যন্ত্রাংশের দাম
প্রথম আলো
প্রকাশিত: ০২ মে ২০২৪, ১০:৩৫
প্রসেসর
ইন্টেল: কোর আই ৯ (৬.০০ গিগাহার্টজ (গি.হা.)) ১৪ প্রজন্ম ৭৩ হাজার টাকা, কোর আই ৯ (৫.৮০ গি.হা.) ১৩ প্রজন্ম ৬৭ হাজার টাকা, কোর আই ৭ (৫.৬০ গি.হা.) ১৪ প্রজন্ম ৪৮ হাজার ৫০০ টাকা, কোর আই ৭ (৫.৪০ গি.হা.) ১৩ প্রজন্ম ৪৩ হাজার ৫০০ টাকা, কোর আই ৫ (৫.৩০ গি.হা.) ১৪ প্রজন্ম ৩৮ হাজার ৫০০ টাকা, কোর আই ৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ২৪ হাজার ৮০০ টাকা এবং কোর আই ৩ (৪.৫০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৩ হাজার ৫০০ টাকা।
এএমডি: রাইজেন ৯ ৭৯০০এক্স (৪.৭০-৫.৬০ গি.হা.) ৪৭ হাজার টাকা, রাইজেন ৭ ৫৭০০জি (৩.৮-৪.৬ গি.হা.) ২১ হাজার টাকা, রাইজেন ৭ ৭৭০০এক্স (৪.৫০-৫.৪০ গি.হা.) ৩৩ হাজার ৫০০ টাকা এবং রাইজেন ৫ ৫৬০০জি (৩.৯০-৪.৪০ গি.হা.) ১৫ হাজার ২০০ টাকা।
মাদারবোর্ড
আসুস: ইএক্স-এইচ৬১০এম-ভি৩ ডিডিআর৪ ৯ হাজার ৮০০ টাকা, টাফ গেমিং বি৫৫০এম প্লাস ডিডিআর৪ ১৯ হাজার ৩০০ টাকা।