ভেঙে গেল ১২৭ বছরের পুরোনো গোদরেজ গ্রুপ
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০২ মে ২০২৪, ১০:২৫
দশ-বিশ বছর নয়, দীর্ঘ ১২৭ বছর ভারতের বুকে ব্যবসা করেছে গোদরেজ। দীর্ঘ এই সময়ে কোম্পানিটি গ্রুপে রূপান্তর হয়েছে কিন্তু ঐক্য অটল থেকেছে। এবার সেই পুরোনো গোদরেজ গ্রুপ ভেঙে দুই টুকরো হয়ে গেল।
সম্পত্তির সঙ্গে গ্রুপের অধীনে থাকা সব ফার্ম এবং কোম্পানিও ভাগাভাগি হয়ে গেছে গোদরেজ পরিবারের মধ্যে।
গোদরেজ গ্রুপের কনগ্লোমারেটের মধ্যে আদি গোদরেজ (৮২) ও তার ভাই নাদির (৭৩) পেয়েছেন গোদরেজ ইন্ডাস্ট্রিজ। তাদের চাচাতো ভাই-বোন জামসেদ গোদরেজ (৭৫) ও স্মিতা গোদরেজ (৭৪) পেয়েছেন গোদরেজ অ্যান্ড বয়েস। এছাড়াও মুম্বাইয়ে বিশাল জমি পেয়েছেন তারা।