![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-10%252F24f2c124-fe19-4156-bd2d-f898edf3d119%252F380428751_306004548690920_2761073138790972966_n__2_.jpg%3Frect%3D96%252C0%252C899%252C599%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
কলকাতার শিল্পীদের বরিশালের আঞ্চলিক ভাষা শেখালেন পরীমনি
প্রথম আলো
প্রকাশিত: ০১ মে ২০২৪, ২০:১৪
প্রথমবার কলকাতার ছবিতে কাজ করছেন ঢাকাই ছবির নায়িকা পরীমনি। নতুন খবর, গত সোমবার ‘ফেলুবকশী’ নামে সিনেমাটিতে পরীর অংশের শুটিং সন্ধ্যায় শেষ হয়ে গেছে। মূলত দুটি ধাপে তাঁর কাজ শেষ হয়। সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী।
শুটিং শেষ হওয়ার পর কলকাতা থেকে মুঠোফোনে প্রথম আলোকে পরীমনি বলেন, ‘আমার অংশ ধরেই ছবির প্রথম ধাপের কাজ শুরু হয়। প্রথম ধাপে আমার কাজ প্রায় শেষও হয়। অল্প একটু কাজ বাকি ছিল, দুই দিনের জন্য এসে শেষ করলাম।’
- ট্যাগ:
- বিনোদন
- আঞ্চলিক ভাষা
- কলকাতা
- শিল্পী