You have reached your daily news limit

Please log in to continue


শ্রমিক যে একটু জিরাবেন, সেই ছায়াও নেই

রাজধানীর বিমানবন্দর সড়কের পাশে গালিব সরণির মুখে বসে জিরিয়ে নিচ্ছিলেন রিকশাচালক কাওসার মিস্ত্রী। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে তাঁর সঙ্গে দেখা। ঘণ্টা দেড়েক আগে রিকশা চালানো শুরু করেছিলেন। এর মধ্যেই ক্লান্ত হয়ে পড়েছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার ষাট ছুঁই ছুঁই মানুষটি। তিনি বলেন, ‘এই সকালেও গরমে চলতি পারছিনে। কিন্ত কী করব, কাজ তো করতি হবে। একটু রিকশা চালাই, আবার জিরোই। জিরোব যে, ছায়াও তো নেই।’

কাওসার মিস্ত্রীর মতো শ্রমজীবী মানুষদের জন্য দেশজুড়ে বয়ে চলা টানা তাপপ্রবাহ কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাপপ্রবাহের কারণে দেশজুড়ে দেওয়া হয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। এ সময় বাইরে রোদের সময় চলাফেরা যতদূর সম্ভব কমানোর পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু শ্রমিকদের কি আর তা মানলে চলে? এসব নির্দেশ আর পাঁচ-দশটা মানুষের পক্ষে মেনে চলা সম্ভব হলেও শ্রমিকদের জন্য তা মানার উপায় নেই। আর এ কারণে অনেকেই স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এমন অবস্থায় শ্রমিকের সুরক্ষার কথা বলা হয়েছে শ্রম আইনে। কিন্তু এর বাস্তবায়ন নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন