শ্রমিকশ্রেণির আন্তর্জাতিক সংহতি প্রকাশের দিন
১ মে, মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের জন্য এক ঐতিহাসিক গৌরবময় দিন। এবার বাংলাদেশে দিনটি পালিত হচ্ছে অস্বাভাবিক গরমে, যখন জনজীবনে নেমে এসেছে চরম যন্ত্রণা। দেশে কি শুধু গরমই অস্বাভাবিক? না; সমাজ, রাজনীতি, অর্থনীতি, ব্যাংকিং খাতসহ অনেক ক্ষেত্রেই স্বাভাবিক অবস্থা বিরাজ করছে না।
একসময় নির্বাচন ছিল সাধারণ মানুষের কাছে উৎসবের মতো। এখন সেটাও নেই। নির্বাচন মানেই এখন আতঙ্ক, অনিশ্চয়তা এবং পাল্টাপাল্টি অভিযোগ। ভোটের নামে চলছে শক্তির প্রতিযোগিতা। শক্তি—ক্ষমতার, অর্থের, পেশির, আত্মীয়তার।
- ট্যাগ:
- মতামত
- শ্রমিক দিবস
- শ্রমজীবী মানুষ